শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘কমপ্লিট শাটডাউন’

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০১:১২ পিএম

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ ‘কমপ্লিট শাটডাউন’

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) চলছে সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি। ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু বুধবার এই কর্মসূচির ঘোষণা দেন। মঙ্গলবার শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হওয়ার পর এ কর্মসূচি জোরদার হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ হামলার মাধ্যমে তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করার চেষ্টা করেছে। এক বিবৃতিতে বুয়েট শিক্ষার্থীরা বলেন, পুলিশের এই আচরণ পূর্বের মতোই ঘৃণ্য এবং এর দায় অবশ্যই নিতে হবে। তারা জানিয়েছেন, প্রত্যেক আহত শিক্ষার্থীর তালিকা ও ভিডিও প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।

শিক্ষার্থীদের তিন দাবি হলো-
১. সরকারি চাকরিতে নবম গ্রেডের ৩৩ শতাংশ ডিপ্লোমা কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্তকরণ।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।

এদিকে বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুঃখ প্রকাশ করেন এবং বৃহস্পতিবার তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন। একই দিন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করলেও তা থেকে কোনো সমাধান আসেনি।

উপদেষ্টারা জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি যুক্তিসঙ্গতভাবে আলোচনা করা হবে, তবে প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান তারা।

মাতৃভূমির খবর

Link copied!