রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিসিবি নির্বাচনে নাম লেখালেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০১:৩০ পিএম

বিসিবি নির্বাচনে নাম লেখালেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি ক্রিকেট প্রশাসনে যুক্ত হবেন। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন দেশের অন্যতম সেরা ওপেনার।

এক সাক্ষাৎকারে তামিম জানান, আপাতত তিনি পরিচালক পদে প্রার্থী হচ্ছেন। ভবিষ্যতে পর্যাপ্ত সমর্থন পেলে সভাপতির পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার ভাষায়, ‘ক্রিকেটের জন্য কাজ করতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে হবে। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। তবে সমর্থন পেলে সেই সিদ্ধান্ত নেব।’

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয় তিন ক্যাটাগরির ভোটে। পরে নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি বেছে নেন।

প্রসঙ্গত, বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের অক্টোবরে। নিয়ম অনুযায়ী আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে।

মাতৃভূমির খবর

Link copied!