বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:৪৭ এএম

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা

দীর্ঘদিন ধরেই জাতীয় দল থেকে বাইরে নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচেও দেখা যাবে না ব্রাজিলিয়ান সুপারস্টারকে। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের দলে নেইমারের নাম রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।

আগামী সপ্তাহে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও চিলি, বলিভিয়া। ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে সেলেসাওরা। তবুও গুরুত্বের সঙ্গে ম্যাচ দুটির প্রস্তুতি নিচ্ছে দল। ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা জোরালো হলেও স্কোয়াড ঘোষণার আগের দিনই নতুন করে চোট পান তিনি।

৩৩ বছর বয়সী এই তারকা সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের অক্টোবরে, যখন হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান। সৌদি আরবের আল-হিলাল থেকে সান্তোসে ফিরে খেলার মধ্যে থাকলেও এখনো পুরোপুরি ফিট নন তিনি।

আনচেলত্তি সংবাদ সম্মেলনে বলেন, ‘নেইমার গত সপ্তাহে হালকা চোট পেয়েছে। সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই এমন খেলোয়াড় দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে কারও সংশয় নেই, তবে আমরা চাই সে সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় দলে ফিরুক।’

এবারের দলে অভিজ্ঞ তারকাদের পাশাপাশি সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ প্রতিভাও। আলিসন, ক্যাসেমিরো ও মারকুইনোসরা যথারীতি দলে থাকলেও নজর কাড়ছে চেলসির কিশোর ফুটবলার এস্তেভাওয়ের অন্তর্ভুক্তি।

ব্রাজিল স্কোয়াড (চিলি ও বলিভিয়ার বিপক্ষে)-

গোলরক্ষক: আলিসন, বেন্তো, হুগো সাউজা।

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্টোস, ফ্যাব্রিজিও, ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনোস, ভেন্দারসন, ওয়েসলি।

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিনটন, লুকাস পাকুয়েতা।

আক্রমণভাগ: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইস হেনরিক, ম্যাথেউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন।

মাতৃভূমির খবর

Link copied!