রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০২:৪১ পিএম

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে পিআর পদ্ধতি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে।

১৫ কার্যদিবসের মধ্যে পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করা হবে। নোটিশে উল্লেখ করা হয়েছে, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না, যা গণতান্ত্রিক মর্যাদার ক্ষতি করছে।

পিআর পদ্ধতি ইতোমধ্যেই সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাসহ বহু উন্নত গণতান্ত্রিক দেশে কার্যকরভাবে ব্যবহার হচ্ছে।

মাতৃভূমির খবর

Link copied!