মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৮:৪০ পিএম

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুঁড়িয়ে দিল টাইগাররা

জিতলেই সিরিজ নিশ্চিত। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন সহজ সমীকরণ নিয়ে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ডাচদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করার সুযোগ পান আরিয়ান বাট। তিনি ২৪ বলে তিন চার আর এক ছক্কায় এই রান করেন। এছাড়া ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করেন ওপেনার বিক্রমজিত সিং।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নেন নাসুম আহমেদ। ৩ ওভারে ১৮ রানে ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।

মাতৃভূমির খবর

Link copied!