মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

আবেদনময়ী শ্রাবন্তীর রুপের প্রশংসায় অনুরাগীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:২৭ পিএম

আবেদনময়ী শ্রাবন্তীর রুপের প্রশংসায় অনুরাগীরা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয়ের চেয়ে সৌন্দর্য আর ব্যক্তি জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এ অভিনেত্রী। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ও থাকতে দেখা যায় তাকে। ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের ছবি ও নিত্যদিনের আপডেট।

সোমবার দুপুরেও নতুন কিছু ছবি প্রকাশ করছেন শ্রাবন্তী যা রীতিমতো ভাইরাল। 
 
ইনস্টাগ্রামে শ্রাবন্তীর পোস্ট করা কয়েকটি ছবিই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ সময়ের গ্ল্যামার কুইনকে দেখা যায় হালকা গোলাপি রঙের অফ-শোল্ডার পোশাকে। বুকের অংশে সূক্ষ্ম নকশা ও সজ্জা পোশাকটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

সঙ্গে খোলা চুল, বোল্ড মেকআপ ও স্বতঃস্ফূর্ত ভঙ্গি মিলিয়ে শ্রাবন্তীর নতুন লুকে ভক্তরা যেন মুগ্ধতায় ডুবে গেছেন। কখনো টেবিলের পাশে হাতে শ্যাম্পেন গ্লাস, আবার কখনো উড়ন্ত খোলা চুলে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। প্রতিটি ছবিই ভক্তদের কাছে বোল্ড ও আকর্ষণীয় বলে মনে হয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন— “নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য।

” এই বার্তাও ভক্তদের দারুণভাবে নাড়া দিয়েছে। মন্তব্য ঘর ভরে গেছে ভালোবাসা, প্রশংসা ও শুভকামনায়।

কিছুদিন আগে একই রঙে কিন্তু ভিন্ন সাজে আলোচনায় আসেন অভিনেত্রী। তখন তাকে দেখা গিয়েছিলো একটি গোলাপি লেহেঙ্গায়। খোলা চুল ও হালকা মেকআপের সেই স্নিগ্ধ সাজও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল।

আসন্ন পূজায় জন্য মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’। এতে মুল ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী। ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল।

মাতৃভূমির খবর

Link copied!