প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৩১ এএম
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।
রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত এবং এনসিপির প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে যে সময়ের কথা বলেছেন, ঠিক সেই সময়েই নির্বাচন হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে নির্বাচন নিয়ে তা তার প্রতিশ্রুতি আবারও জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপদজনক।
প্রেস সচিব বলেন, বৈঠকের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার দেখা করেছেন। অধ্যাপক ড. আলী রিয়াজ জুলাই সনদের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন। পাশাপাশি জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো যে মতামত দিয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে।
প্রেস সচিব আরও বলেন, বৈঠকে দূর্গা পুজার বিষয় আসছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। এই সময়ে যাতে কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, এজন্য রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে। একেকটা রাজনৈতিক দল একেকরকম মতামত দিয়েছে।