মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

সুদানে ভয়াবহ ভূমিধসে হাজারের বেশি মানুষের প্রাণহানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:১৪ এএম

সুদানে ভয়াবহ ভূমিধসে হাজারের বেশি মানুষের প্রাণহানি

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে ভয়াবহ ভূমিধসে ১০০০ বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এই দুর্ঘটনায় একটি পুরো পাহাড়ি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং এতে মাত্র একজন জীবিত আছেন। 

সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর: এনডিটিভির।

সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূর জানিয়েছেন, টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর রোববার (৩১ আগস্ট) এ ভূমিধস ঘটে। এসএলএম/এ বলছে, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। তাদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জরুরি সাহায্যের জন্য আবেদন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে। লেবু উৎপাদনের জন্য এই অঞ্চল পরিচিত ছিলো।

প্রসঙ্গত, উত্তর দারফুর রাজ্যে সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে বিপর্যস্ত হয়ে বহু মানুষ আশ্রয়ের খোঁজে মাররা পর্বতমালার দিকে পালিয়ে যান। তবে ওই এলাকায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে।

দারফুরের সেনাবাহিনী সমর্থিত গভর্নর মিন্নি মিন্নাউই ভূমিধসকে ‘একটি মানবিক ট্র্যাজেডি যা এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে গেছে’। 

তিনি এক বিবৃতিতে আরও বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলির কাছে এই সংকটময় মুহূর্তে জরুরিভাবে হস্তক্ষেপ এবং সহায়তা ও সহায়তা প্রদানের জন্য আবেদন করছি, কারণ এই ট্র্যাজেডি আমাদের জনগণের একা বহন করার ক্ষমতার চেয়েও বেশি।’

প্রায় দুই বছর ধরে চলমান এ গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। কোটি মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির বর্তমানে গোলাবর্ষণের কবলে রয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!