মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

আজ ৭ দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:১১ এএম

আজ ৭ দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

আরও ৭ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলগুলোর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার (৩১ আগস্ট) দেশের প্রধান তিনটি দলের (বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি) সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচন নিয়ে কেউ বিকল্প ভাবলে তা জাতির জন্য বিপজ্জনক হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’

রোববার রাতে প্রধান উপদেষ্টার বরাতে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।

মাতৃভূমির খবর

Link copied!