প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০১:৫৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের তিন দিন পার হলেও এখনো মামলা হয়নি। হাটহাজারী থানা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজাহার জমা দিলেও সেখানে বাদীর নাম উল্লেখ না থাকায় মামলা রেকর্ড করা যায়নি। সংশোধন করতে বললেও আর কোনো এজাহার জমা পড়েনি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান আবদুর রহিম গণমাধ্যমকে জানান, অভিযুক্তদের তথ্য ও আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহের পর মামলা করা হবে।
গত শনিবার দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষ টানা রোববার বিকেল পর্যন্ত চলে। এতে প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন বলে চবি মেডিকেল সেন্টার জানিয়েছে। এর মধ্যে পাঁচ শতাধিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন।
সংঘর্ষে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়দেরও আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।