মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

ট্রেনে চীন গেলেন উত্তর কেরিয়ার নেতা কিম

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০১:২৪ পিএম

ট্রেনে চীন গেলেন উত্তর কেরিয়ার নেতা কিম

বিশেষ ট্রেনে করে চীনে পৌঁছেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতেই তার এ সফর। খবর উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম রোডং সিনমুনের।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে কিমের ট্রেন সীমান্ত অতিক্রম করে চীনে প্রবেশ করে। তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি ও সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও রয়েছেন।

বুধবার অনুষ্ঠানে কিম জং উনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে, কুচকাওয়াজকে ঘিরে তিন নেতার মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে।

বিশ্বজুড়ে বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়ার ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ং আরও ঘনিষ্ঠ হয়েছে মস্কোর সঙ্গে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন জানিয়ে সেনা পাঠানোর অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে।

কিম জং উন সচরাচর বিদেশ সফরে না গেলেও চীনের ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। ক্ষমতায় আসার পর থেকে তিনি অন্তত পাঁচবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবারের সফরকেও উত্তর কোরিয়ার কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

মাতৃভূমির খবর

Link copied!