শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে আমরা এখনও অটল: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৮ পিএম

শাপলা প্রতীক পাওয়ার ব্যাপারে আমরা এখনও অটল: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে দলীয়ভাবে এখনও তারা অটল। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে শাপলা প্রতীক না পাওয়া সংক্রান্ত তথ্য জানার পর তিনি এ মন্তব্য করেন।

এদিকে নিউ ইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চেয়েছি। প্রধান উপদেষ্টার আহ্বানে আমাদের প্রতিনিধি সফরে গেছেন। সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। আখতার হোসেনের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি অভ্যুত্থানের শক্তির ওপর চলমান আক্রমণের অংশ।’

তিনি আরও দাবি করেন, সাধারণ আদালতে আওয়ামী লীগের আসামিদের জামিন দেয়া হচ্ছে। এরপরই তারা পালাচ্ছে। নাহিদ বলেন, ‘নিউ ইয়র্ক কনস্যুলেটকে পদত্যাগ করতে হবে, জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং ফরেন মিনিস্ট্রির মাধ্যমে ফ্যাসিবাদের দোষরদের শনাক্ত করতে হবে। ১৫ বছরের মানবতাবিরোধী কর্মকাণ্ডের তদন্ত করা প্রয়োজন।’

নাহিদ ইসলাম আরও অভিযোগ করে বলেন, ‘কিছু রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর চেষ্টা করছে। জনগণ তাদের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াবে। বিএনপির কৌশল হিসেবে যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করা হয়, তবে তা তাদের জন্য বিপর্যয় হয়ে দাঁড়াবে। বিএনপিকে বলবো, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করুন।’

মাতৃভূমির খবর

Link copied!