শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৫:৩৬ পিএম

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

রাঙামাটির লংগদু ও নানিয়ারচরে কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে এক দিনে দুটি নৌকা ডুবে যায়। এতে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন কয়েকজন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝোড়ো হাওয়ায় লংগদুর বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী মাত্র ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনার পরদিন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রথম রাতে দুজনকে জীবিত ও এক শিশুর মরদেহ পাওয়া যায়। পরদিন সকালে উদ্ধার করা হয় আরও দুজনের লাশ।

এদিকে একই রাতে নানিয়ারচরের মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। এতে থাকা ছয় যাত্রীর মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই যুবক—ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা—এখনো নিখোঁজ আছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও নিখোঁজ দুজনের খোঁজ মেলেনি।

বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনার পরপরই যৌথ উদ্ধার অভিযান শুরু হওয়ায় অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। মানবিক দায়িত্ব পালনে সেনাবাহিনী সবসময় সচেষ্ট।

মাতৃভূমির খবর

Link copied!