শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন কাবার সাবেক ইমাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:১৭ পিএম

৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন কাবার সাবেক ইমাম

দীর্ঘ সাত বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব। তবে এখনও তিনি গৃহবন্দি রয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রিজনার্স অব কনসায়েন্স নামের একটি মানবাধিকার সংস্থা। 

সংস্থাটি জানিয়েছে, এখনও গৃহবন্দি আছেন শায়খ সালেহ আল-তালিব। তার পায়ে ইলেকট্রনিক মনিটর লাগানো আছে।

এর আগে ২০১৮ সালে সৌদি নেতৃত্বের সমালোচনা ও মিশ্র লিঙ্গকেন্দ্রিক এক বক্তৃতার কারণে কারাগারে যেতে হয় সালেহ আল-তালিবকে। ওই বক্তৃতার পর তাকে আর কখনো প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা যায়নি। একদিন তাকে গ্রেফতার দেখানো হয়। ২০২২ সালে রিয়াদের বিশেষ আপিল আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। তবে সৌদি সরকার কখনো তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি। 

কারাবাসের আগে তিনি মক্কা, রিয়াদ ও অন্যান্য অঞ্চলে বিচারক হিসেবেও কাজ করেছেন। শায়খ সালেহ আল-তালিবের মুক্তির ঘটনায় মুসলিম বিশ্বের অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

শায়খ সালেহ আল-তালিরে জন্ম ১৯৭৪ সালের ২৩ জানুয়ারি। সৌদি আরবের হুৎতাত বানী তায়মি পরিবারের সন্তান তিনি। তার হৃদয়গ্রাহী তেলাওয়াত বরাবরই মুগ্ধ করতো শ্রোতাদের। আন্তর্জাতিকভাবে তিনি বেশ সুনাম অর্জন করেছিলেন। অনলাইনে তার লাখো অনুসারী রয়েছে। 

সূত্র : দ্যা ইসলামিক ইনফরমেশন

মাতৃভূমির খবর

Link copied!