প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৬:১০ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দ্রুত উপকূলের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতের মধ্যেই এটি ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দুপুর ১২টার সর্বশেষ তথ্য অনুযায়ী, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮১০ কিলোমিটার, মোংলা থেকে ৬৬৫ কিলোমিটার এবং পায়রা থেকে ৬৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
বর্তমানে কেন্দ্রের ৪৮ কিলোমিটারের ভেতরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না, তবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার প্রভাব পড়বে। ইতোমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গভীর নিম্নচাপটির প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলীয় এলাকায় সতর্কতা জারি রয়েছে।