শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে কমলনগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৩:৫৪ পিএম

জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতে কমলনগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

কেন্দ্র ঘোষিত ৫ দফার দাবিতে জুম্মাবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব কমলনগর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হামিদিয়া মাদ্রাসা গেইট থেকে বের হয়ে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত সমাবেশে কমলনগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। 

দাবিগুলো হলো-

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করতে হবে।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

সমাবেশ পরিচালনা করেন কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আকরাম হোসাইন, বক্তব্য দেন ৭নং হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আবদুল্লাহ মারজান রোম্মান, ৫নং চর ফলকন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহিম হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই ৫ দফা দাবি পূরণ অপরিহার্য। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু করা সময়ের দাবি।

একই দিন বিকেল ৫টায় ইসলামি আন্দোলন বাংলাদেশও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির তার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে, অন্যথায় জনগণ সেই নির্বাচন মেনে নেবে না।” তিনি আরো বলেন, “একটি মহল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না, কারণ পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মাতৃভূমির খবর

Link copied!