শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

কমলনগরে হাজিরহাট উপকূল সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার নির্দেশনা অনুষ্ঠান ছাত্রশিবিরের

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৪:০৮ পিএম

কমলনগরে হাজিরহাট উপকূল সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার নির্দেশনা অনুষ্ঠান ছাত্রশিবিরের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজিরহাট উপকূল সরকারি কলেজ শাখার আয়োজনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার এক বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার নির্দেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কমলনগর উপজেলা সভাপতি মোঃ শাকিব আল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার সভাপতি মুজাহিদ রাকিব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা সভাপতি আব্দুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা আমীর জনাব আবুল খায়ের, উপকূল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দীন তালুকদার, ছাত্রশিবির জেলা অফিস সম্পাদক ফারভেজ হোসাইন এবং জেলা কলেজ সম্পাদক আব্দুল মোতালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্য কেবল উচ্চশিক্ষা অর্জন নয়, বরং সঠিক জীবনের লক্ষ্য স্থির করে আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং নিজেদের ভবিষ্যৎ জীবন গঠনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করে।

মাতৃভূমির খবর

Link copied!