শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

এনসিপির দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৬:০৭ পিএম

এনসিপির দুঃখ প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। 

এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক বলেন, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জাতিসংঘ সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। 

এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করলে এ নিয়ে বাকবিতণ্ডার জেরে এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়। এর প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা। 

অভিযোগের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেন, বিমানবন্দরে ঢাকা মহানগর উত্তরের কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দলের পক্ষ থেকে ইতোমধ্যে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
 
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন জানান, এনসিপির ঢাকা মহানগর উত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের এ বিষয়ে খোঁজ খবর নিতে বলা হয়েছে। দোষীদের শনাক্ত করে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। ইতোমধ্যেই এ ঘটনায় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’

মাতৃভূমির খবর

Link copied!