শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

সুমুদ ফ্লোটিলা থেকে ক্ষমা চেয়ে শহিদুল আলমের পোস্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৪:১৯ পিএম

সুমুদ ফ্লোটিলা থেকে ক্ষমা চেয়ে শহিদুল আলমের পোস্ট

বাংলাদেশের নামকরা আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযান থেকে নিজের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেছেন।

বৃহস্পতিবার সকালে ফেসবুকে প্রকাশিত পোস্টে তিনি জানান, জাহাজ ‘কনসায়েন্সে’ থাকা সেরা ঘুমানোর জায়গা হলেও শেষ যাত্রী হিসেবে ওঠায় সেখানে তার জন্য স্থান হয়নি। পরে তিনি এক্সিট গেটের পাশে এক ছোট খোপ খুঁজে পেয়ে সেখানে গভীর ঘুমে নিদ্রিত হন।

পোস্টে শহিদুল লেখেন, আগের রাতে খোলা ডেকে শুইতে চেয়েছিলেন, কিন্তু ঝড়ের কারণে তা সম্ভব হয়নি। শেষে তিনি একটি আলো-ঝলমলে ও কোলাহলপূর্ণ কোণে আশ্রয় নেন—যা রিমান্ড ও কারাগারে কাটানো সময়ের অভিজ্ঞতার কারণে তার জন্য এতটা অস্বস্তিকর ছিল না। সেই জায়গাতেই তিনি গভীরভাবে ঘুমিয়েছেন।

বিশ্বব্যাপী থেকে যে সমর্থন-পাঠানো দোয়া ও শুভেচ্ছাসূচক বার্তা তিনি পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শহিদুল লিখেছেন, তিনি ব্যক্তিগতভাবে সবার কাছে উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন, তবে সহযাত্রীদের কাছে অনুপ্রেরণার বার্তা পৌঁছে দিয়েছেন।

গণমাধ্যম থেকে আসা অনুরোধের তীব্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, কনটেন্ট বা আপডেটের জন্য ড্রিক (DRIAC?) দলের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

নৌবহরের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে শহিদুল জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর নৌবাহিনীর বাধার ঘটনা এখন বিষয়বস্তুর কেন্দ্রবিন্দু। গাজা পৌঁছাতে এখনও পথ বাকি রয়েছে এবং তারা পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।

তিনি উল্লেখ করেন, ওই দিন দুই মিটার পর্যন্ত ঢেউ উঠার সম্ভাবনা ছিল; তবে ঝড় থেমে গেছে এবং বজ্রপাত হয়নি। ক্যাপ্টেন গতি বাড়িয়ে ঝড়কে পেছনে ফেলায় সফর অব্যাহত আছে। অসুস্থতার জন্য প্রস্তুত রাখা ব্যাগগুলো পৌঁছলেও তা ব্যবহার করতে হয়নি।

পোস্টের শেষভাগে শহিদুল আলম আশাবাদ ব্যক্ত করে লিখেছেন, আমরা অবরোধ ভাঙবো। আপনারা যে সংহতি দেখিয়েছেন, তার মূল্য অমুল্য। ফিলিস্তিন মুক্ত হবেই।

মাতৃভূমির খবর

Link copied!