শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

অবশেষে প্রিয় ভারতের ঘটনাকে বিশ্রী বললেন ডি ভিলিয়ার্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৬:০৮ পিএম

অবশেষে প্রিয় ভারতের ঘটনাকে বিশ্রী বললেন ডি ভিলিয়ার্স

একটা সময় আইপিএলে নিয়মিত খেলতেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। সেই সুবাধে যে কোনো দেশের বিপক্ষে ভারতের খেলা কিংবা অন্য কোনো ঘটনায় প্রিয় দেশের পাশে থাকতে দেখা যায় মারকুটে এই ব্যাটসম্যানকে। তবে এবার দেখা গেল ভিন্ন চিত্র। খোদ ভারতীয় ক্রিকেট দলেরই সমালোচনা করলেন ডি ভিলিয়ার্স। 

এশিয়া কাপের শিরোপা নিয়ে এখনো নাটক চলছে। শিরোপা জিতেও ট্রফি হাতে পায়নি ভারত। মূলত ফাইনাল শেষে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। নাকভিও বিষয়টি সহ্য করতে পারেননি। ভারতকে ট্রফি না দিয়ে নেমে যান মঞ্চ থেকে।  ফাইনালের চারদিন পরও ট্রফি হাতে না পাওয়ায় যত দ্রুত সম্ভব ট্রফি ফেরত দিতে নাকভিকে আল্টিমেটাম দেয় বিসিসিআই। কিন্তু তাদের আল্টিমেটাম গায়ে নিচ্ছেন না নাকভি।

ভারতের এই কর্মকাণ্ডের সমালোচনা করছেন অনেকে। খোদ ভারতের সাবেকরাও ভারতীয় দলের ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সেই তালিকায় যোগ দিলেন ডি ভিরিয়ার্সও। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানোয় নাখোশ হয়েছেন সাবেক এই ক্রিকেটার।

ডি ভিলিয়ার্স বলেন, ‘নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। আমি মনে করি না এটা খেলাধুলায অন্তর্ভুক্ত। রাজনীতি একপাশে রাখা উচিত। খেলাধুলা একটা জিনিস। সব সময় এটা উপভোগ করতে হব। ভারত যা করেছে সেটা দুঃখজনক। আশা করি ভবিষ্যতে তারা এই পরিস্থিতির সমাধান করবে। এটি খেলাধুলার বিষয়। তাই এমন পরিস্থিতি ক্রিকেটারদের খুব কঠিন পরিস্থিতিতে ফেলেছে। আমি এমন কিছু দেখতে ঘৃণা করি। শেষ পর্যন্ত ভারতের এই কাজটা খুব বিশ্রী ছিল।’

তবে ট্রফি কাণ্ডে ক্ষোভ প্রকাশ করলেও এশিয়া কাপে ভারতের পারফরম্যান্সে মুগ্ধ ডি ভিলিয়ার্স। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে গৌতম গম্ভীরের দল। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছিল অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শুবমান গিল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা। তাই চ্যাম্পিয়নদের ভূয়সী প্রশংসা করতেও ভুলেননি ডি ভিলিয়ার্স।

মাতৃভূমির খবর

Link copied!