শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

এশিয়া কাপ জিতেও ট্রফি ছাড়াই উদযাপন ভারতীয় ক্রিকেটারদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:১২ পিএম

এশিয়া কাপ জিতেও ট্রফি ছাড়াই উদযাপন ভারতীয় ক্রিকেটারদের

ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া এশিয়া কাপের ফাইনালের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ট্রফি। কারণ ফাইনালে জিতেও চ্যাম্পিয়ন ট্রফি হাতে না নিয়েই উদযাপন করেছে ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু এমনটি কেন করলেন তারা- সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। 

ফাইনালের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনারা উদযাপন করেছেন খালি হাতে, ট্রফি কেন নেননি? সূর্যকুমার জবাবে বলেন, ‘আপনি দেখেননি? ট্রফি ছিল তো আমার হাতে!’ তার পাশেই থাকা অভিষেক শর্মাও হাসি দিয়ে বললেন, ‘আমরা তো ট্রফি দেখেছি। ওজন কত ছিল তাও বুঝতে পেরেছি।’

প্রায় ৩০ মিনিটের সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদবকে বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে হয়েছে ট্রফি নিয়ে। যেখানে তিনি বলেছেন, ‘দলের সদস্যরাই তার আসল ট্রফি।’

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ম্যাচ শেষে তাদের হাতে ওঠেনি কোনো ট্রফি। তাই অদৃশ্য এক ট্রফি নিয়েই নিজেদের মতো উদযাপন সারেন ভারতের ক্রিকেটাররা।

গত কয়েক মাস ধরে চলমান ভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ফাটল আরও বড় হয়ে গেছে। সেই ধারবাহিকতায় পুরো এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা।

পরে ফাইনাল শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তান সরকারের ইন্টেরিয়র মিনিস্টার (স্বরাষ্ট্রমন্ত্রীর সমমান) মহসিন নাকভির হাত থেকেও ট্রফি নিতে রাজি হয়নি ভারত।

ভারতীয় দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করবে না তারা। নাকভিও স্পষ্ট করে জানিয়ে দেন, চ্যাম্পিয়ন ট্রফি তিনিই তুলে দেবেন বিজয়ী দলের হাতে। দুই পক্ষের এমন সিদ্ধান্তের পর ফাইনাল শেষে আর ট্রফিই দেওয়া হয়নি চ্যাম্পিয়ন দলকে।

খেলা শেষ হওয়ার পর প্রায় দেড় ঘণ্টা লেগে যায় পুরস্কার বিতরণ শুরু হতে। যে কারণে সংবাদ সম্মেলন হয় আরও দেরিতে। যেখানে ট্রফি-কাণ্ড নিয়েই প্রথম প্রশ্ন করা হয় সূর্যকুমারের কাছে। অল্প কথায় পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করেন ভারত অধিনায়ক।

সূর্যকুমার বলেন, ‘আমি ক্রিকেট খেলা বা ক্রিকেট দেখার শুরুর পর থেকে এবারই প্রথম দেখলাম যে, একটা চ্যাম্পিয়ন দলকে কোনো ট্রফি দেওয়া হলো না। সেটিও এমন এক চ্যাম্পিয়নশিপ, যা খুব কষ্ট করে জিতেছি। এমন না যে সহজে জিতে গেছি।’

তিনি বলেন, ‘আমার মতে, আমাদের এটি প্রাপ্য ছিল। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। আমার মনে হয়, আমি ভালোভাবে পুরোটা বলেছি। আর ট্রফির কথা বললে, ড্রেসিং রুমে আমার ১৪ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফই আসল ট্রফি। যারা এই যাত্রার শুরু থেকে দুর্দান্ত ছিল। তারাই আসল ট্রফি।’

লম্বা অপেক্ষার পর শুরু হওয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করেন তিলক ভার্মা, কুলদিপ যাদব ও অভিষেক শর্মা। রানার্স-আপ হওয়া পাকিস্তান ক্রিকেট দলকেও দেওয়া হয় তাদের মেডেল ও ৭৫ হাজার ডলারের ডামি চেক।

এরপর সঞ্চালক সাইমন ডুল বলেন, পুরস্কার নেবে না ভারতীয় দল। তাই মঞ্চ ছেড়ে চলে যান নাকভি ও অন্যান্য অতিথিরা। এরপর অদৃশ্য ট্রফি নিয়ে নিজেদের মতো করে উদযাপন করেন ভারতের ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে সেটি নিয়ে হাস্যরসও করেন সূর্যকুমার ও অভিষেক।

আর ভারত অধিনায়ক জানান, ট্রফি না পেলেও, চ্যাম্পিয়ন হওয়ার আনন্দই তাদের কাছে বেশি।

সূর‌্যকুমার দাপটের সুরে বলেন, ‘ম্যাচ শেষে দেখেছেন হয়তো, বড় পর্দায় লেখা ছিল, ‘ভারত- এশিয়া কাপ ২০২৫ চ্যাম্পিয়ন।’ এর চেয়ে ভালো আর কী দেখার আছে। যতগুলো বোর্ড আছে, সব জায়গায় লেখা ২০২৫ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। খেলি তো এসবের জন্যই। আমি জানি, (দলের) সবাই এটিই বলবে।’

মাতৃভূমির খবর

Link copied!