প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:৩৯ পিএম
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। মাঠের লড়াইয়ের চেয়ে খেলার বাইরের বিভিন্ন ইস্যুতেই বেশি আলোচনা হচ্ছে। সব কিছু ছাপিয়ে ৪১ বছরে ১৭ আসরে এবারই প্রথম এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই পরাশক্তি শীর্ষ দল।
এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
অপরিবর্তিত পাকিস্তান
যে দল নিয়ে বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে, আজও সেই দলের ওপর তারা আস্থা রেখেছে।
পাকিস্তানের একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, আগা সালমান (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটকিপার), হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
পান্ডিয়া নেই
ভারতের জন্য বড় ধাক্বাই বলা যায়। চোটের কারণে ফাইনালে নেই তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় খেলছেন রিংকু সিং। এ ছাড়া ভারত শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে আরও দুটি পরিবর্তন এনেছে। দুই পেসার অর্শদীপ সিং ও হর্ষিত রানা বাদ পড়েছেন। একাদশে ফিরেছেন যশপ্রীত বুমরা ও শিবম দুবে।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।