প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০২:১৪ পিএম
খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের সহযোগিতায় অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘একটি মহল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত না হওয়া নিশ্চিত করার চেষ্টা করছে। এই পরিস্থিতি ভারতের বা ফ্যাসিস্টদের ইন্ধনে তৈরি হচ্ছে।’
তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে, যা দেশের বাইরের উৎস থেকে এসেছে। এসব মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা প্রয়োজন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে হলে কেউ যেন রাস্তা-ঘাট অবরোধ না করে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। সবার সহযোগিতা প্রয়োজন।’
পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি কিছুটা অবনতির কারণে কিছু পর্যটক আটকে পড়েছিলেন। তবে তাদের অধিকাংশকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।’