শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

কারাগারে মারা গেলেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১২:০৭ পিএম

কারাগারে মারা গেলেন সাবেক শিল্পমন্ত্রী নূরল মজিদ

সাবেক শিল্পমন্ত্রী, নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হত্যা মামলায় গ্রেফতার অবস্থায় তিনি কারাগারে বন্দি ছিলেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে মারা গেছেন তিনি।

ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নূরল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি। 

পোস্টে মাহমুদ সাদি লিখেছেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’ 

জানা যায়, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র‌্যাব। এদিন নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

গ্রেফতারের বিষয়ে র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!