শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে ধর্ষণ ও সংঘর্ষের ঘটনায় শাহবাগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:১২ পিএম

খাগড়াছড়িতে ধর্ষণ ও সংঘর্ষের ঘটনায় শাহবাগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশ এর ছবি

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ এবং পরবর্তী সংঘর্ষে তিনজন আদিবাসী নিহত ও অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রাজধানীর শাহবাগে `পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঘটনাটির সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত না করলে পাহাড়ে অশান্তি আরও বাড়বে। একই সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনেরও দাবি জানানো হয়।

বক্তারা বলেন, নিহত ও আহতদের পরিবারকে নিরাপত্তা, যথাযথ ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একইসাথে পাহাড়ে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়, যাতে ভুক্তভোগীদের কণ্ঠস্বর দমন না হয় এবং জনগণ সত্য জানতে পারে।

সমাবেশ থেকে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারার ঘটনাবলীর তদন্তে নাগরিক সমাজের প্রতিনিধি যুক্ত করে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে এবং প্রতিটি নিহত পরিবারের জন্য অন্তত ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

বক্তারা পাহাড়ে দীর্ঘদিনের সামরিকীকরণ নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, শান্তি ও রাজনৈতিক সমাধানের পথে এগোতে হবে। সর্বোপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের স্থায়ী সমাধান করতে হবে।

মাতৃভূমির খবর

Link copied!