প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:৩৫ পিএম
এদিন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, এক ঘণ্টা জেরা করেন নাহিদ ইসলামকে। জেরায় তিনি জানান, ব্যক্তি নাহিদকে গুম ও নির্যাতনের জন্য নয়, সমগ্র জাতির বিরুদ্ধে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সাক্ষ্য দিতে এসেছেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল স্বতঃস্ফূর্ত, শেখ হাসিনা সরকারের পতন ছিল বৈধ। এর সঙ্গে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল না।
নাহিদ ইসলাম বলেন, শুধু ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে। সেই সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের।
সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না জানিয়ে তিনি বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধের দাবিও জানান।
এদিন শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের আরেকজন সমন্বয়ক আলী আহসান জুনায়েদ।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২- এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ হয়। হাজির করা হয় গ্রেফতার ৬ আসামিকে।