মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

‘কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল’

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৩৮ এএম

‘কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল’

গাজা যুদ্ধকে কেন্দ্র করে কাতারে অবস্থানরত হামাস নেতাদের ওপর সম্প্রতি ইসরায়েলের বিমান হামলার পর তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে আর কাতারে কোনো হামলার নির্দেশ দেবেন না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ওয়াশিংটনের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘কাতার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। নেতানিয়াহু আর কাতারে হামলা চালানোর নির্দেশ দেবেন না। বরং এখন থেকে তিনি কাতারের সঙ্গে সহযোগিতার পথেই হাঁটবেন।’

দোহায় হামলা ও প্রতিক্রিয়া
গত ৮ সেপ্টেম্বর দোহায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি ড্রোন ও বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। লক্ষ্য ছিলেন হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা, বিশেষ করে সংগঠনটির নির্বাহী নেতা খলিল আল হায়া। তবে তিনি ও আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

মাত্র ১৫ মিনিট স্থায়ী এ অভিযানের পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। আরব ও মুসলিম দেশগুলোর জরুরি বৈঠকেও ইসরায়েলকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

আগাম সতর্কবার্তা বিতর্ক
হামলার পরদিন (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দাবি করেন, ইসরায়েল আগে থেকেই মার্কিন প্রশাসনকে এ বিষয়ে জানিয়েছিল এবং কাতারকেও সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল।

কিন্তু সোমবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘না, আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। যেভাবে আপনারা হামলার খবর পেয়েছেন, আমিও ঠিক সেভাবেই জেনেছি।’

কূটনৈতিক টানাপোড়েন
কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির কারণে দেশটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ওয়াশিংটন ও দোহার মধ্যে সমন্বয় ও আস্থার প্রশ্ন নতুন করে সামনে এসেছে। ট্রাম্পের সর্বশেষ বক্তব্যকে সেই টানাপোড়েন প্রশমনের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

মাতৃভূমির খবর

Link copied!