শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

‘ভারতেও নেপালের মতো পরিস্থিতি হতে পারে’

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:০৪ এএম

‘ভারতেও নেপালের মতো পরিস্থিতি হতে পারে’

নেপালে অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও একাধিক রাজনৈতিক নেতা। এঘটনায় ভারতকেও সতর্কবার্তা দিলেন দেশটির শিবসেনা নেতা ও সংসদ সদস্য সঞ্জয় রাউত। 

তিনি বলেছেন, ভারতের রাজনীতিবিদরা যদি এখনই নিজেদের না সামলায়, তবে নেপালের মতো পরিস্থিতি এ দেশেও দেখা দিতে পারে।

সঞ্জয় রাউতের দাবি, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও গভীরভাবে দুর্নীতিগ্রস্ত। স্বৈরশাসন, দুর্নীতি আর স্বজনপ্রীতির যে আগুন নেপালে জ্বলছে, সেটি ভারতে ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

তবে তার মতে, ভারত এখনো সেই পরিস্থিতিতে যায়নি কেবল মহাত্মা গান্ধীর অহিংস নীতির কারণে। তিনি বলেন, ভারত বেঁচে আছে শুধু এই কারণে যে মহাত্মা গান্ধী এই মাটিতে জন্মেছিলেন। মানুষ আজও তাকে বিশ্বাস করে, সেই কারণেই শাসকেরা টিকে আছেন। মোদিজি, আপনি যতই গান্ধীকে আক্রমণ করুন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে।

মোদি সরকারের নানা নীতি ও পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন সঞ্জয় রাউত। তিনি বলেন, প্রধানমন্ত্রী দাবি করেন ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। এর মানে কী? এর মানে হলো দেশে এখনো বিপুল সংখ্যক দরিদ্র মানুষ আছে। নেপালের অবস্থাও এমনই ছিল। ভারতের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। কারও সন্তান দুবাই-সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন কাটাচ্ছে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে— এটাই বাস্তব।

তিনি আরও অভিযোগ করেন, মোদি সরকারের পররাষ্ট্রনীতি ব্যর্থতার দিকেই এগোচ্ছে। নেপালকে উদাহরণ হিসেবে টেনে এনে সঞ্জয় রাউত বলেন, একসময় নেপাল আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারা ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু তাদের সংকটে ভারত সাহায্যের হাত বাড়ায়নি। এটিই আমাদের পররাষ্ট্রনীতির স্পষ্ট ব্যর্থতা।

মাতৃভূমির খবর

Link copied!