বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৮:৫৫ পিএম

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিহত হয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেন-জি নেতৃত্বাধীন তরুণ বিক্ষোভকারীরা তাদের বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেন। তখন রাজ্যলক্ষ্মী চিত্রকর বাড়ির ভেতরে ছিলেন। এই ঘটনা ঘটেছে রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায়। 

চিত্রকরকে দ্রুত কির্তিপুর বার্ন হাসপাতাল নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন পরিবারের সূত্র। খবর: এনডিটিভির।

এই সহিংস বিক্ষোভের কারণে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, যার নিজ বাড়িও আগুনে ভস্মীভূত হয়েছে। ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার দেশটিতে জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত হয়। ওই দিন আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটিতে অন্তত ১৯ বিক্ষোভকারী নিহত ও আরও শত শত আহত হয়েছেন।

পরবর্তীতে দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। 

মাতৃভূমির খবর

Link copied!