বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনের ফল প্রকাশ হবে যখন

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:৫০ পিএম

ডাকসু নির্বাচনের ফল প্রকাশ হবে যখন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা চলছে।

রিটার্নিং কর্মকর্তাদের তথ্যানুযায়ী, রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে।
 
বিভিন্ন কেন্দ্রে থেকে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যমতে, নির্বাচনে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি যা শতকরা ৮৩.৪৩ শতাংশ। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি, ৮২.৯৩ শতাংশ; জগন্নাথ হলে ভোটার ২২২২ জন এবং কাস্টিং হয়েছে ১৮৩১টি, ৮২.৪৫ শতাংশ; রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩৭০৯টি, ৬৯ শতাংশ।

মাতৃভূমির খবর

Link copied!