প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:৫৭ পিএম
আওয়ামী লীগ সরকারের আমলে গেল নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একাধিকবার দলের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন তিনি। সেই অপুকে এবার দেখা গেল বিএনপির সমাবেশে, রেখেছেন বক্তব্যও।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এই নায়িকা।
এবার বিষয়টি আরও চটকদার করলেন আরেক চিত্রনায়িকা পরীমণি। এ বিষয়ে নিজের ফেসবুকে এক পোস্টও করেছেন তিনি।
পরীমণি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদি কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ, কি জিনিস এটা।’
যদিও স্ট্যাটাসটিতে পরীমণি নির্দিষ্টভাবে কারোর নাম লেখেননি। তবে নেটিজেনরা একমত, স্ট্যাটাসটিতে সরাসরি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেছেন পরী।
অপুর হঠাৎ বিএনপির মঞ্চে উপস্থিতি, পাশাপাশি পরীমণির মন্তব্য, শোবিজ রাজনীতি ও ফ্যানদের মধ্যে নতুন বিতর্কের সূত্রপাত করেছে।