নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০১:০০ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরি যাওয়া একটি অটো মিশুক গাড়ি চারটি ব্যাটারিসহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা এলাকা থেকে চোরাই অটো মিশুকসহ রাকিব (২৭) এবং মর্জিনা (৩৭) নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। রাকিব পটুয়াখালী জেলার, আর মর্জিনা ব্রাহ্মণবাড়িয়ার নবীগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাথী আক্তারের অটো গ্যারেজ থেকে একটি অটো মিশুক ও চারটি ব্যাটারি চুরি হয়। বাদী ৩ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেন। তাদের দেখানো স্থান থেকে নবীনগরের সারপাড় মোড়ে একটি দোকানের সামনে ফাঁকা জায়গা থেকে চোরাই অটো মিশুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়ির আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম দৈনিক মাতৃভূমির খবর -কে বলেন, ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অল্প সময়ের মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার এবং চোরাই গাড়ি উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে অদ্য (৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরণের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মাতৃভূমির খবর