শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

কালিয়াকৈরে প্রথম পণ্য বাণিজ্যমেলার জাঁকজমকপূর্ণ উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:২২ পিএম

কালিয়াকৈরে প্রথম পণ্য বাণিজ্যমেলার জাঁকজমকপূর্ণ উদ্বোধন

কালিয়াকৈরে প্রথমবারের মতো আয়োজিত পণ্য বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও  বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ মজিবুর রহমান।

এক মাসব্যাপী এ মেলায় থাকছে বিভিন্ন পণ্য ও বাণিজ্যের সরঞ্জাম প্রদর্শনী। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য থাকছে রাইড, ট্রেন, ভূতের বাড়ি, সহ নানা বিনোদনের ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে নামাজের স্থান, শিশুদের মায়ের দুধ খাওয়ানোর কক্ষ, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, পর্যাপ্ত পার্কিং এবং পুলিশ-আনসার ও স্বেচ্ছাসেবকদের টহল ব্যবস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, “এটি কালিয়াকৈরের জন্য একটি বড় আয়োজন। ব্যবসা-বাণিজ্য প্রসারের পাশাপাশি এই মেলা স্থানীয় মানুষদের জন্য বিনোদনের নতুন দ্বার উন্মোচন করবে।”

উদ্বোধনের দিন দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণে পরিবার-পরিজন নিয়ে আসা মানুষের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উদ্বোধন উপলক্ষে  প্রবেশ মূল্য ছিল সম্পূর্ণ ফ্রি।

কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই পণ্য বাণিজ্য মেলাটি চলবে আগামী এক মাসব্যাপী। আয়োজকরা জানিয়েছেন, এটি হবে কালিয়াকৈরের ইতিহাসে অন্যতম একটি বিনোদনমূলক ও নিরাপদ আয়োজন।

মাতৃভূমির খবর

Link copied!