শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:৫০ পিএম

৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদের সই করা এ গেজেট প্রকাশ করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, এবার গাজীপুরে একটি বাড়িয়ে ৬টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি আসন রাখা হয়েছে।

এদিকে সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে যুক্ত করা হয়েছে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলার ইউনিয়ন ইছাপুর, চম্পকনগর, পত্তন দক্ষিণ সিংগারবিল, বিষ্ণুপুর, চর ইসলামপুর, পাহাড়পুর ও হরষপুর ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা চূড়ান্ত করা হয়েছে।

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। দ্বাদশ সংসদের ২৬১ আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া প্রকাশ করা হয়। 

এগুলো হলো- পঞ্চগড় ১ ও ২; রংপুর ৩; সিরাজগঞ্জ ১ ও ২; সাতক্ষীরা ৩ ও ৪; শরিয়তপুর ২ ও ৩; ঢাকা ২,৩,৭,১০,১৪ ও ১৯; গাজীপুর ১,২,৩,৫ ও ৬; নারায়ণগঞ্জ ৩,৪ ও ৫; সিলেট ১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১,২,১০ ও ১১; নোয়াখালী ১,২,৪ ও ৫; চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩ আসন। ইসির প্রকাশিত ওই খসড়ার তালিকার ওপর গত ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বানও করা হয়।

পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়। সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর গত ২৪-২৭ আগস্ট টানা চার দিন প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানী শেষে আজ তা চূড়ান্ত আকারে প্রকাশ করা হয়।

ইসি সচিব জানান, সর্বমোট আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে ১ হাজার ৮৯৩টি। ১০ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ-বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে।

মাতৃভূমির খবর

Link copied!