কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:৫১ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে অপ্রাপ্তবয়স্ক এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে নাঈম (২০) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০শে আগস্ট) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ৭নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩শে আগষ্ট) বিকেলে কুলসুম (১২) নামের শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে নাঈম। এ সময় তার সাথে থাকা দুই-তিনজন সহযোগী ঘরের জানালার ফাঁক দিয়ে ঘটনাটি ভিডিও ধারণ করে। পরে তারা ভিডিওটি দেখিয়ে ভুক্তভোগী শিশুকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।
গতকাল (শুক্রবার) রাতে আবারও নাঈম কুলসুমের বাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তবে নাঈমের দুই সহযোগী পালিয়ে যায়।
শিশুটির বাবা রঞ্জু আহমেদ জানান, তিনি স্থানীয় একটি শিল্প কারখানায় চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলায়। এ ঘটনায় তার পরিবার চরম আতঙ্কে রয়েছে। তিনি দ্রুত অন্য আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানান এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
মৌচাক ফাঁড়ি ইনচার্জ সেলিম হোসেন জানান, ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।”
স্থানীয়রা বলেন, “এ ধরনের জঘন্য ঘটনার শাস্তি উদাহরণযোগ্য হওয়া উচিত। নাঈম ও তার সহযোগীরা আমরা শাস্তি চাই। তাছাড়া বাঁকি পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
মাতৃভূমির খবর