শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:০৪ পিএম

হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি

রাজউকের প্লট জালিয়াতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার (৪ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চিঠিতে বলা হয়েছে, তারা বিদেশে অবস্থান করছেন এবং আদালতের জারি করা ওয়ারেন্ট কার্যকর করতে তাদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে।

এদিকে একই মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ আসামিদের বিরুদ্ধে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!