শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৪৯ পিএম

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল।

‎বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১২ টার দিকে র‌্যালিটি সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা দশতলা এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডে এসে শেষ হয়। এতে শত শত নেতা-কর্মী ও স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন যা র‌্যালিটিকে চমৎকারভাবে মুখরিত করে।

‎প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন.এস. রুবেল বলেন, বিএনপি সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় লড়াই করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষের হৃদয়ে আজও অমর হয়ে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও গণতন্ত্র পুনরুদ্ধারে সফল হবে।”

‎বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দলের  সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ মনির হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন উদ্দীপনার দিন। এ দিনে আমরা শপথ নিচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় রাজপথে আছি এবং থাকব।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
‎জিয়ার সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ মুন্না
‎জিয়ার সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা আহবায়ক জি এম সুমন মুন্সী
‎জিয়ার সৈনিক দল জেলা সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, জিয়ার সৈনিক দল যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, জিয়ার সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান ভুইয়া, জিয়ার সৈনিক দল সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া, জিয়ার সৈনিক দল সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, জিয়ার সৈনিক দল তথ্য সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, জিয়ার সৈনিক দল মোঃ আবুল হোসেন, জিয়ার সৈনিক দল মোঃ মাসুম হোসেন, আরও অনেকে।

‎সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়ার সৈনিক দল মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

মাতৃভূমির খবর

Link copied!