রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

আশুলিয়া (সাভার) সংবাদদাতা

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৯:৪১ এএম

আশুলিয়ায় কাভার্ড ভ্যানচালক হত্যা, পাঁচ যুবক গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানচালক শামীম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে আশুলিয়া থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, একটি কাঠের লাঠি ও একটি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুরের ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জের মৃনাল বেপারী (৩০) ও আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুরের বাবু মিজি (৩০) এবং গাজীপুরের মো. ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। গত ২৫ আগস্ট আশুলিয়ার বিশমাইল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের পর থানা ও ডিবি পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!