শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:৫১ পিএম

বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনার বিষয়
বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

উপস্থিত ছিলেন যারা
সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

মাতৃভূমির খবর

Link copied!