শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের দিনে সমর্থকদের দুঃসংবাদ দিলেন মেসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:২৩ এএম

ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের দিনে সমর্থকদের দুঃসংবাদ দিলেন মেসি

ঘরের মাঠে সম্ভাব্য ‘শেষ ‘ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ বেলায় এসেও মাঠে সবটুকু আলো কাড়লেন, নিজেকে উজাড় করে দিয়ে পেলেন জোড়া গোল। মেসি ম্যাজিকের সঙ্গে জালের দেখা পেলেন সতীর্থ লাউতারো মার্টিনেজও। তাতেই ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের বড় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।  

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ঘরের মাঠ বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জাতীয় দল জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচ ছিল ২০ বছর আগে এ স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫ সালে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ।

বিশ্বকাপজয়ী মেসিকে একঝলক মাঠে দেখতে সব সময়ই মুখিয়ে থাকেন আর্জেন্টিনার সমর্থকরা। দেশের হয়ে তার প্রতিটি ম্যাচ মানেই যেন উৎসবের আমেজ। ২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসির জনপ্রিয়তা আরও বেড়েছে কয়েকগুণ। তার পায়ের জাদু উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হন হাজারো দর্শক, আর টিভি পর্দার সামনে চোখ রেখে বসে থাকেন কোটি ভক্ত।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বাছাই অভিযান। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য দুঃসংবাদ এই যে, বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে মেসির খেলা উপভোগ করার সুযোগ হচ্ছে না তাদের। 

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে মেসি নিজেই জানিয়েছেন, ইকুয়েডরের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবেন না তিনি। সাম্প্রতিক সময়ে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তাই কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলাপ করেই বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

মেসি বলেন, ‘আমি স্কালোনির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্তে সহায়তা করেছেন। আমি সম্প্রতি ইনজুরি কাটিয়ে উঠেছি। আমরা ঠিক করেছি আরেকটা ম্যাচ খেলে ভ্রমণ না করে আমি বিশ্রাম নিই এবং সামনের গুরুত্বপূর্ণ সময়ের জন্য নিজেকে প্রস্তুত করি ‘

তিনি আরও বলেন, ‘ইনজুরির কারণে আমি ১৫ দিন বাইরে ছিলাম। সামনে একটা বড় সময় আসছে, আমি আশা করি ভালোভাবে মৌসুম শেষ করতে পারর এবং প্রাক-মৌসুম ভালোভাবে শুরু করব।’

মাতৃভূমির খবর

Link copied!