শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

‘অনলাইন জুয়ার কারবারি’ সেলিম প্রধান ফের গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৪:১৬ পিএম

‘অনলাইন জুয়ার কারবারি’ সেলিম প্রধান ফের গ্রেফতার

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ও অর্থপাচারে দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার বারিধারা এলাকায় নিজ মালিকানাধীন একটি সিসা বার থেকে তাকে আটক করে গুলশান বিভাগের পুলিশ।

অতিরিক্ত উপ-কমিশনার মো. আল আমিন হোসাইন জানান, ওই সিসা বার তিনি নিজেই পরিচালনা করছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানে শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করা হয়। তার বাসা ও অফিস থেকে তখন বিপুল বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে র‍্যাব।

অবৈধ সম্পদ ও অর্থপাচার মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত সেলিম প্রধান গত বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েও দণ্ডিত হওয়ার কারণে বাতিল হন।

মাতৃভূমির খবর

Link copied!