প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:০০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলেও ভোট শেষে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে, তা এখনো জানানো হয়নি।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন মিলনায়তনে প্রার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা জড়ো হয়েছেন। অপরদিকে ভোট শেষে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ এবং বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার কারণে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকা কিছুটা থমথমে হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ, নীলক্ষেত মোড়সহ ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া জলকামানসহ অতিরিক্ত নিরাপত্তা সরঞ্জাম আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফলাফল ঘোষণার আগে থেকেই বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান নিতে শুরু করেন।