বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান আবিদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:০০ এএম

ডাকসু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান আবিদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ  ঘোষণা দেন তিনি। 

ফেসবুকে পোস্টে আবিদুল ইসলাম খান লিখেছেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

এদিকে ডাকসু নির্বাচনের ৫টি হলের ফল ঘোষণা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিম কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন।

ফলাফল ঘোষণা করা হলগুলো হচ্ছে- শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।

মাতৃভূমির খবর

Link copied!