সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:৫২ পিএম

জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শাসকদল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভাজন এড়াতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। 

স্থানীয় সময় রোববার ( ৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার সংস্থা এনএইচকে এ খবর জানিয়েছে।

গত জুলাইয়ে অনুষ্ঠিত উচ্চকক্ষ নির্বাচনে ইশিবার নেতৃত্বাধীন এলডিপি জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর থেকেই তার পদত্যাগ নিয়ে নানা জল্পনা চলছিল। যদিও কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী ইশিবা এসব জল্পনা অস্বীকার করে বলেছিলেন, তিনি নির্বাচনে পরাজয়ের দায়িত্ব কিভাবে নেবেন, সে বিষয়ে ‘উপযুক্ত সময়ে’ সিদ্ধান্ত নেবেন।

গত মঙ্গলবার তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। সে কারণেই তিনি তৎক্ষণাৎ পদত্যাগের ডাকের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে দলের অভ্যন্তরে চাপ ক্রমেই বেড়ে যাওয়ায় শেষমেশ পদত্যাগের পথই বেছে নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এলডিপির নেতৃত্বাধীন জোট সরকারের এই পরাজয়কে জাপানের রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শিগেরু ইশিবার পদত্যাগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে কবে হবে, তা নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে পর্যবেক্ষকদের মতে, এটি জাপানের শাসকদলের মধ্যে বড় রদবদলের ইঙ্গিত বহন করছে।

মাতৃভূমির খবর

Link copied!