কমলনগর (লক্ষীপুর) সংবাদদাতা
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:৩৩ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে স্বর্ণের দুল ছিনিয়ে নিতে ৯ বছরের এক শিশু কন্যাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ ও বেদম মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্ক আর ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে লক্ষ্মীপুর কমলনগর ৫নং চর ফলকন ৮নং ওয়ার্ড সফিউল্লাহ হাওলাদার বাড়ির মোহতাসিন এর ছোট্ট ৯ বছরের নিষ্পাপ মেয়েকে খেলার কথা বলে আরেকটি ছোট মেয়েকে দিয়ে একই বাড়ির অজিল্লাহর মেয়ে আরজু ডেকে নিয়ে কানের স্বর্ণের জিনিস লুটে নেয়! মেয়েটি জোর করলে তার হাত -পা বেঁধে বেধড়ক নির্মম পিটিয়ে মরে গেছে ভেবে পাশের বাড়ির বাগানে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হসপিটালে পাঠায়।
খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম অপরাধী আরজুকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু একই অপরাধে আরজুর পিতা অজিল্লাহ এখনো ধরা-ছোয়ার বাহিরে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাহমিনার মাথায় ধারালো অস্ত্রের তিনটি কোপের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে নির্মম মারধরের দাগ পাওয়া গেছে। তিনি আরও বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক, প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভ। স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে নিরীহ শিশুদের ওপর হামলা বন্ধ না হলে সমাজের মানবিকতা চরম হুমকির মুখে পড়বে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মাতৃভূমির খবর