মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ৬৫ জনকে হত্যার সঙ্গে ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:০৩ এএম

গাজায় ৬৫ জনকে হত্যার সঙ্গে ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল

দখলের কৌশল হিসেবে গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা আরও জোরদার করেছে। এ সময় নগরীর আরেকটি বহুতল ভবন ধ্বংস করেছে নেতানিয়াহু বাহিনী। 

শেষ ২৪ ঘণ্টায় শুধু এই সিটিতেই নিহত হয়েছেন ৪৯ জন। আর পুরো উপত্যকাজুড়ে শুধু রোববারে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। 

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালদের দেওয়া সর্বশেষ বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার (৮ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছে।

গাজার চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, রোববার একদিনেই গোটা গাজায় ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাতে দেখা গেছে স্বেচ্ছাসেবকদের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নির্বিচার বোমাবর্ষণে গাজা সিটির বিভিন্ন এলাকা—জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ইউনিসেফ শহরটিকে আখ্যা দিয়েছে ‘ভয়ের নগরী’ হিসেবে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, শহরের আরেকটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। এতে গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র দখলের অভিযানে ইসরায়েল এ পর্যন্ত অন্তত ৫০টি ভবন ধ্বংস করেছে।

গাজা সিটিতে নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। যেখানেই পালাচ্ছেন, পিছু নিচ্ছে বিমান ও ট্যাংকের গোলাবর্ষণ। শেখ রাদওয়ান এলাকায় আশ্রয় নেওয়া মানুষের তাঁবু পুড়িয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা গাজা সিটির ৪০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং অভিযান আরও জোরদার হবে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, শুধু জেইতুন এলাকায় মোতায়েন রয়েছে অন্তত ৫২টি ইসরায়েলি সামরিক যান।

মাতৃভূমির খবর

Link copied!