মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজনৈতিক অস্থিরতায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:১৮ এএম

রাজনৈতিক অস্থিরতায় বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ

নেপালে সরকারবিরোধী আন্দোলনের কারণে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। কূটনীতিকদের এলাকাগুলোতে (ডিপ্লোমেটিক জোন) কারফিউ দিয়েছে সরকার। কাঠমান্ডুর বিভিন্ন স্থানে তৈরি হয় অচলাবস্থা। ফলে ম্যাচটি বাতিল করা হয়। 

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) বাংলাদেশকে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ তাতে রাজি হয়নি। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান নেপাল ফেডারেশনের কর্মকর্তাদের আপত্তি জানিয়ে বলেন, ‘গ্যালারিশূন্য স্টেডিয়ামেও ঝুঁকি থেকে যায়। কারণ যেখানে জনগণ পার্লামেন্টে প্রবেশ করেছে, সেখানে স্টেডিয়ামে প্রবেশ করবে না এমন নিশ্চয়তা নেই।’

বাফুফে থেকেও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তাই কাঠমান্ডুতে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি। তারা নেপালের নানা প্রস্তাব সত্ত্বেও খেলতে আগ্রহী হয়নি। বাংলাদেশ দলের ফ্লাইট বুধবার থাকলেও সেটা এগিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান ম্যানেজার, ‘ফেডারেশন টিকেটের বিষয়টি নিয়ে কাজ করছে। যত দ্রুত সম্ভব আমাদের এই স্থান ত্যাগ করা প্রয়োজন।’

দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিতে সোমবার হোটেল থেকে বেরই হতে পারেনি বাংলাদেশ দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ বিকাল পৌনে ৬টায় নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এমন পরিস্থিতে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সোমবার প্রস্তুতি নিতে বেলা ৩টায় স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল জামাল-মিতুলদের। এদিন দুপুর ১২টায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনও হয় টিম হোটেলে। এরপর দলের হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার কথা। কিন্তু পরিস্থিতি অনকূলে না থাকায় বাংলাদেশের অনুশীল বাতিল করা হয়।

মাতৃভূমির খবর

Link copied!