মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে : ঢাবি ভিসি

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৪৭ পিএম

ডাকসু নিয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

ড. নিয়াজ আহমদ খান বলেন, আগামীকাল বহুল প্রতিক্ষীত ডাকসু নির্বাচন।‌ ১১ মাসের প্রস্তুতি, বহু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আজকে এই চূড়ান্ত পর্যায়ে এসেছি। ডাকসু ঘিরে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে যতটুকু সম্ভব নিখুঁতভাবে করার চেষ্টা করছি। আমাদের প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, বোলান্টিয়ার টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। সাংবাদিকরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে‌।

তিনি বলেন, তিনটি কারণে ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। প্রথমত, এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি। এই দাবি উত্তরোত্তর বেড়ে পরবর্তীতে পুরো জাতির মধ্যে জড়িয়ে পড়েছে। দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানে মূল্যবোধের সাথে ডাকসু সক্রিয় করা সরাসরি প্রাসঙ্গিক। তৃতীয়ত, এটি আমাদের সবাইকে একসাথে করেছে। বিভিন্ন অংশীজনদের সাথে সম্পর্ক গড়ে উঠেছে।

এবারের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো অনেক বিষয় ঘটছে। যেমন প্রথমবারের মতো ৪০ হাজার শিক্ষার্থী ভোটা ভোট দেবেন। তাছাড়া ৮১০টি বুথ রয়েছে কিন্তু সাধারণ আগের  নির্বাচনে ২০০-২৫০টি বুথ ছিল। প্রথমবারের মতো এত বড় আয়োজন হচ্ছে। তাছাড়া রিটার্নিং কর্মকর্তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ নেই। আমার এমন শিক্ষকদের দায়িত্ব দিয়েছে যাদের গ্রহণযোগ্যতা সবার কাছে রয়েছে। তাছাড়া প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয়ভাবে বিতর্কের আয়োজন করা হয়েছে। ভোট কেন্দ্রের ফলাফল গণনার সময় ডিসপ্লের মাধ্যমে সরাসরি দেখা‌ যাবে।

প্রার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, ডাকসু অতি জটিল প্রক্রিয়া। স্বাধীনতার পর মাত্র আট বার করা হয়েছে। অধিকাংশ প্রশাসন এই ধরনের আয়োজন করতে চায় না। আপনি হারবেন বা জিতবেন এই প্রক্রিয়ায় আপনাদের বড় মাপের অবদান আছে। তাই পরস্পরের প্রতি সহনশীল থাকতে হবে‌ হার-জিত যাই হোক। আমাদের মধ্যে এমন কিছু হয়ে যায়নি যে বড় কোন ধরনের ঝামেলায় জড়াব। যদি এমন হয় আমার আইনানুগ ব্যবস্থা নেব।

মাতৃভূমির খবর

Link copied!