প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:৫১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পাঁচটি হলের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) বিপুল ভোটে এগিয়ে আছেন। ঘোষিত ফলাফলের আওতাভুক্ত হলগুলো হলো— শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।
এ পর্যন্ত ঘোষিত ফলাফলে সাদিক পেয়েছেন মোট ৭,০৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ১,৭৮৯ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, যিনি পেয়েছেন ২৩০ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. এ এস এম মহিউদ্দিন।
আলাদা কেন্দ্রের ফলাফলে দেখা যায়—
শহীদুল্লাহ হলে সাদিক পান ৯৬৬ ভোট, আবিদুল ১৯৯ ভোট এবং উমামা ১৪০ ভোট।
অমর একুশে হলে সাদিকের প্রাপ্ত ভোট ৬৪৪, আবিদুলের ১৪১ এবং উমামার ৯০।
ফজলুল হক মুসলিম হলে সাদিক পান ৮৪১ ভোট, আবিদুল ১৮১ এবং উমামা পান শূন্য ভোট।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসজুড়ে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনে মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট নেওয়া হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে লড়েছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন ছিলেন।
ভোটার তালিকায় মোট শিক্ষার্থী ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। সার্বিকভাবে ভোটগ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ৮০ শতাংশেরও বেশি।