প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৩:৫২ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ঘোষণা করা হল গুলোর ফলাফলের প্রত্যেকটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের আসে পাশেও কেউ নাই।
আজ মঙ্গলবার (৯ ই সেপ্টেম্বর) সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় সমাপ্ত হয়।
এই সময় আবেগ আপ্লুত শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ঢাবির ৩৮ তম নব নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েমের নামে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদেরকে 'নারায়ে তাকবির,আল্লাহু আকবার;তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম ভিপি - ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
একইদিন মধ্যরাতে প্রায় দুইটার সময় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে হাজার হাজার শিক্ষার্থীর সামনে একে একে প্রত্যেকটি হলের ফলাফল ঘোষণা করা হয়।